কীভাবে তোমার আকাশ সাজালে নীলে
কী করে এঁকেছো সবুজের সাথে লাল?
এতোকাল ধরে খেলছি কথার-ঝিলে
তবুও এখনো খুঁজে পাই নি সে হাল।
পৃথিবীর পথে ক্ষুদ্র তোমার ছবি
সবুজখাতায় সপ্তপদী কবিতা
লিখতে চাইছে সামান্য এই কবি-
সবুজখাতা লালরঙে মিশে- ছবিতা।
পূর্ব প্রকাশিতঃ
১। আগস্ট ২০০৯, শঙ্খবাস, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, চট্টগ্রাম।
২। ২০১০, অভিযাত্রী তিন গন্তব্য এক, প্রকাশনাঃ বিভাস, ঢাকা।