ভ্রমরের বংশধর হতে পারি নি
অন্ধচোখে প্রতিবন্ধী হয়ে,
হাত বাড়িয়েছি- ছুঁতে পারি নি
রাতঘুমে দীর্ঘশ্বাস অবচয়ে-
এখন হিশেব করে বলতে পারি
তোমার দিঘল কতোটা ভারি,
এখন ঘুমের ঘোরে ধরতে পারি
উড়ে চলা ভাসমান মেঘ-গাড়ি।
গেঁথে রেখেছি বুকের কাছাকাছি
কিছুটা মধু, কিছুটা তরলসোনা,
মাথার প্লেটে নিয়ে বসে আছি
প্রেমিকার বুকে কবিতার ফণা।
পূর্ব প্রকাশিতঃ ২০১৭.০৪.০৭; (সাহিত্য-সংস্কৃতি) দৈনিক পূর্বকোণ।