প্রকাশনা | যৌথ সংকলন |
---|---|
প্রকাশনী | প্রত্যালীঢ় |
সম্পাদক | মহীন রীয়াদ |
প্রচ্ছদ শিল্পী | মহীন রীয়াদ |
স্বত্ব | প্রত্যালীঢ় |
প্রথম প্রকাশ | অগাস্ট ২০০৯ |
সর্বশেষ প্রকাশ | অগাস্ট ২০১০ |
সর্বশেষ সংস্করণ | দ্বিতীয় সংখ্যা |
বিক্রয় মূল্য | ৩০ |
বইটি কিনতে চাইলে | এখানে ক্লিক করুন |
একটি দৃষ্টান্তবাদী সাহত্যিকাগজ।
প্রকাশিত সংখ্যাঃ
১। প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, আগস্ট ২০০৯।
২। দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা, আগস্ট ২০১০।
#
শঙ্খবাস-এর এ-সংখ্যা যেভাবে সাজাতে চেয়েছি অথবা
যেসব লেখা প্রকাশ করার মধ্য দিয়ে
কাগজটিকে আলোর মুখ দেখানোর ইচ্ছে ছিল,
অনেক চেষ্টা করেও তার বারোআনা ভাগ সংগ্রহ করতে পারি নি।
এ-সংখ্যার মধ্য দিয়ে কাগজটির যাত্রা শুরু হলো, অচেনা এক পথে
—যে-পথ দুঃখ-আনন্দময়।
এ-ধরনের পত্রিকা সাধারণত নিয়মমাফিক বের হয় না।
পরবর্তী সংখ্যা কবে বের হবে, সুনির্দিষ্টভাবে বলতে পারছি না।
পাঠকমহলে কাগজটি কীভাবে গৃহীত হবে,
এ-নিয়ে আশংকাও থাকছে।
বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ না-জানিয়ে পারছি না।
এ-সংখ্যার বিভিন্ন লেখা সম্পর্কে পাঠকদের প্রক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রত্যাশা করছি।
প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, শ্রাবণ ১৪১৬ : আগস্ট ২০০৯।
#
আচরণগত জায়গায় শঙ্খবাস প্রথম সংখ্যা থেকেই অঘোষিতভাবে দৃষ্টান্তবাদী।
এর, দায় দর্শনগত, সীমাবদ্ধতা এখানেই।
বর্তমান সংখ্যায় কাগজটি তিনজন লেখকের মুক্তগদ্য প্রকাশ করে
উত্তর আধুনিকতাবাদ ও দৃষ্টান্তবাদের দার্শনিক তফাৎ দেখানোর চেষ্টা চালিয়েছে।
গত সংখ্যা নিয়ে পাঠকদের বিক্ষুদ্ধতা ভালো লেগেছে;
তবে তা লিখিত রূপ নিলে উপভোগ্য হতো।
এ-সংখ্যার বিভিন্ন লেখা সম্পর্কে প্রক্ষুব্ধ নয় বিক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রত্যাশা করছি
পাঠকদের পাশাপাশি লিখিয়েদের কাছে।
বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানাতেই হচ্ছে।
দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সংখ্যা, শ্রাবণ ১৪১৭ : আগস্ট ২০১০।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.