হাঁটি,
হেঁটেহেঁটে থেমে থাকি,
পথসব নদী হয়ে হাঁটে-
বাঁক দেখায়, বুক দেখায়
ভেংচি কাটে।
ছাপ্পান্নহাজার বর্গমাইল;-
আইল
কেটে দেখছি,
শিখছি- এ-নদী আমার নয়,
দশদিকে জলপাইরঙ শিশ্নশির
আমাকে ঘিরে বানায় বার্লিন প্রাচীর।

পূর্ব প্রকাশিতঃ ২০১৩.০১.০১, (শিল্পসাহিত্য) দৈনিক সুপ্রভাত বাংলাদেশ।