অগোছালো স্তন-ঝুলে লাফিয়ে পরে
সক্রেতিস সার্ত্রে আরিস্ততল,
দাঁড় বায়, গুণ টানে মানসচত্বরে ;
রাষ্ট্রনীতি বেশ বেতাল-বোতল।
ত্রিদখল হয়ে গেছে শহর-ফুসফুস
মসজিদে জমায়েত জশ্নে জুলুস ;
বিমানবিক আগার, মাথা-মোটা কাঁটাঝোপ
ল্যম্পপোস্ট ছুঁয়ে চাপাতির লালছোপ—
দাগ কাটে, রগ কাটে, মাটি-ব্লাডব্যাংক ;
গোপনে সাজানো থাকে জলপাইট্যাংক।
অপরাধ ঘাই দেয় রক্তে চোখে চুলে—
আমাদের ভূতলের বোধের পেট খুলে,
বেরিয়ে আসে মার্কস্ আজাদ মওদুদী
শাহবাগ সরোবরে আগুনের নদী।
পূর্ব প্রকাশিতঃ ২০১৩.০৩.০৮ (শিল্পসাহিত্য) দৈনিক সুপ্রভাত বাংলাদেশ।