দান কর হে বীর, দান কর।
জগতে সর্বদা দাতার আসন গ্রহন কর।
দাতার চেয়ে বড় মন নই কারো।
তোমার সম্পদে গরীবের হক,
পরিশোধে নেই কোন ঠক।
গরীব তার হক না পেলে,
ধনীর সম্পদ আগুনে জ্বলে।
ধনী কাউকে দান করিলে,
অনাহারীর মুখে খাবার মিলে।
দান কর হে বীর,দান কর।
দানে সম্পদ কমিবার নই,
বিনা দানে সম্পদের ক্ষয়।
হাদিস, কোরআন, বাইবেল,গীতা।
সকল ধর্মই বলে দানের কথা।
দান কর হে বীর, দান কর।
জগতে সর্বদা-দাতার আসন গ্রহন কর।