আমি প্রবাসী
পরিবার,পরিজন,দেশ,দশ ছেড়ে,
আমি হাওয়ায় গাড়িতে প্রবাসে যায় উড়ে।
রোজ ভোরে কাজে যায়,আবার ফিরি সন্ধ্যায়।
আমি রাধি,কাপড় ধোই , খায় আবার ঘুমায়।
মাস শেষে, টাকা পাঠায়,হিসেব কষে-কষে
আমি আমার হাতে রাখিনা কিছুই অবশেষে।
প্রচুর কাজ, শরীর,হাত আর ব্যাথা পায়ে।
আমি নিজের পা নিজেই টিপি, কম্বলে লোকায়ে।
হাসি,কাদি, স্বপ্ন দেখি, সুখ হবে বেশি।
থাকবো ভালো, রাখবো ভাল, আমি প্রবাসী।