দর্শকরা তো ধর্ষক দলে ,
বলেছিলো যেন কারা ।
এত দুর্নীতি দেখেও যাদের
হৃদয় দেয় না সাড়া ।

তারা ভাবে এই তুচ্ছ ব্যাপারে
কেন ওঠে এত শোর !
গোটা দেশ জুড়ে এত ধর্ষক ,
গোটা দেশ জুড়ে চোর ।  

তখন তো কারো টনক নড়েনা
কেউ তো বলেনা কিছু !
অথচ এখানে চাকরি বেচলে
নিন্দুকে নেয় পিছু ।

কিছুই এখানে বেচা যায় নাতো
ওরা নাকি বেচে দেশ ?
সেই দেশ থেকে গরু বেচে দিলে
তাতেও সবার ক্লেশ !

ঠিক মতো সব দাম ধরা আছে ,
ইজ্জত থেকে বকরি ।
ইজ্জত গেলে দশ লাখ ওঠে ,
খুন হয়ে গেলে নকরি ।

দেখেও না দেখা চুপ করে থাকা ,
তার দাম ওঠে হাজারে ।
খাতা বই ব্যাগ সাইকেল ট্যাব ,
শেষে চপ ভাজো বাজারে ।

টাকা দাও আর শিক্ষক হও
ডাক্তারও হও , ক্ষতি নেই ।
ক্লাবে দিতে হবে পঁচাশি হাজার
এগুলো না বেচে গতি নেই ।

এত যে টাকা ,  আসে কোথা থেকে ?
একবারও কেউ ভেবেছে !
যোগ্যতা ছাড়া এত খয়রাতি
কে কোথায় কবে  পেয়েছে !!

ছোটো চাষি থেকে বুদ্ধি জীবিরা
কেউ তো থাকেনি বাকি !
মুঠো মুঠো করে সবাই পেয়েছে
কারোরই পড়েনি ফাঁকি  ।

আজ হঠাৎ সব শিরদাঁড়া ধারী
ভাবতে লেগেছে নিজেকে  ।
জাস্টিস বলে চিৎকার করে
খোঁচাতে লেগেছে  বিবেকে  ।

পথে ঘাটে  যারা চেঁচিয়ে মরছে
তারও মা দেখো লাইনে  ,
এক হাজার টাকা তুলতে এসেছে  ,
বলছে না ,  " আর চাই নে । "

- মহুয়া বিশ্বাস

(  লেখাটির একটি কথাও বানানো নয় । বিভিন্ন ভক্তদের মুখ থেকে শোনা কথা এগুলো । আমি কেবল ছন্দে সাজিয়েছি ।  তাই এর একটি কথারও দায়ভার আমার নয় । )