ভালোবাসা গুলো বাসা খুঁজে খুঁজে হয়রান
শুনশান গলি , কুকুরেরা আছে ঘুমিয়ে
হৃদয় হারানো সদ্য কিশোর কিশোরি
দুপুর কাটায় প্রেমের গল্প শুনিয়ে ।
বিকেল নামলে ধুলো জমে কিছু গল্পে
কিছু পাতা ছিঁড়ে উড়ে যায় ঝোড়ো হাওয়াতে
অবেলায় কত নটে গাছ যায় মুড়িয়ে
দুয়ে দুয়ে চার সহজেই মিলে যাওয়াতে ।
হিসেবের ঘরে ভয়ানক যারা দুর্বল
বিশ্বাস রাখে , বেহিসাবি ভালো-বাসাতে !!
ভালোবাসা পেলে সব পাওয়া যার মিলে যায়
বেঁচে থাক তারা , কবির কাব্যে , ভাষাতে ।
- মহুয়া বিশ্বাস