ঘুরে ফিরে সেই তোর কাছে এসে ,
বাঁধা পড়ে যাই তোকে ভালোবেসে ,
তুই ছাড়া এই পৃথিবীতে যেন
বেঁচে থাকা দুষ্কর ।

তোর হাত ধরে পার হই নদী ,
ধূ ধূ মরুতেও পাশে পাই যদি ,
তুই হয়ে যাস অথই সাগর
তুই হোস চরাচর ।

তোর সাথে যেতে নরকেও রাজি ।
তোকে নিয়ে রোজ জিতি হারা বাজি।
তোকে পাবো বলে বারবার এসে
পৃথিবীতে বাঁধি ঘর ।

- মহুয়া বিশ্বাস