তুমি কি চেয়েছো আজীবন ভালোবাসা ?
মরুতে চেয়েছো নোনা সাগরের জল ?
তবে এ পৃথিবী তোমার জন্য নয়
তোমার জন্য নয় এ ধরণীতল ।

প্রতিভা এখানে রাস্তায় শুয়ে থাকে
দুর্নীতি থাকে ঠান্ডা শীতল ঘরে
মিথ্যেরা নেয় সকলের মন জিতে
সত্যেরা ভোগে কেবলই সর্দি-জ্বরে ।

অভিনয় পায় হাততালি , সম্মান
প্রতিবাদী মুখ চৌরাস্তায় নামে ৷
শুধু একমুঠো ভালো থাকবার লোভে
নগ্ন বিবেক বিকোয় সস্তা দামে ।

- মহুয়া বিশ্বাস