তোমার হয়ে বলবে না কেউ কথা
যতই তুমি সবার জন্য করো ।
বিপদ যখন ধরবে তোমায় ঘিরে
দেখবে সবাই ঢালের দিকেই জড়ো ।

জানতো  সবাই তুমিই ছিলে ঠিক
মনে মনে সাপোর্ট ছিলো সবার ।
কিন্তু তুমি ভুল করোনি মোটেই
থাকবে না কেউ এমন কথা কবার ।

বার বার তাই ভুলেরাই যায় জিতে
বার বার তুমি সত্যের কাছে হারো ।
কারন আমরা সুবিধাভোগীর দল
আমাদের কাছে নিজের স্বার্থ বড়ো ।

- মহুয়া বিশ্বাস