যাকে তাকে তুমি মন দিয়ে ফেলো
যাকে তাকে বলো ভালোবাসো ,
আজ একে কাল ওকে লাগে ভালো
একে ছেড়ে ওর কাছে আসো ।
জানো তুমি সবই , জানো এই সবই
দুদিন বইতো নয় ।
জানো এরা সব , ভন্ডের দল ,
কিছুই সত্য নয় ।
তবুও ঘুরছো , সময় দিচ্ছো ,
আবেগ দিচ্ছো ঢেলে ।
কখনো ভাসছো আনন্দে , আবার
কখনো চোখের জলে ।

মিথ্যে কথার বেসাতি গড়েছো ,
ভালোবাসা সেথা ক্ষণিকের ।
অভিনয়ে মোড়া ভালোবাসা যেন
সস্তা পণ্য বণিকের ।

বুঝতে পারিনা কতখানি চাও
কতটুকু ছিলো চাওয়া ।
কতখানি মন ক্লেদাক্ত হলো
কতটুকু হলো পাওয়া ।

তোমাকেই বলি সাঁঝের কিশোরী
এবার কি যায় দাঁড়ানো ?
ভেবে দেখো তুমি কতটুকু পাও ,
কতটুকু যায় হারানো ।
নোংরা মনের নোংরা স্পর্শ
প্রতিদিন ছুঁয়ে দাও ৷
ভালোবাসা নিয়ে খেলা করে তুমি
কতটুকু সুখ পাও  ?
অনেক তো হলো
মন দেওয়া নেওয়া ,
মিথ্যে জগৎ গড়া ।
নকল প্রেমের সস্তা নাটকে ,
অনেক তো দিলে ধরা ।
আজও কি হৃদয় ক্লান্ত হয়নি ,
যায় না বিরতি নেওয়া ?
তোমার প্রেম কি এতই সস্তা
যাকে তাকে যায় দেওয়া ?