আমার কাছেও শিরদাঁড়া এক আছে
অনেক যত্নে দেরাজে গুছিয়ে রাখা ৷
কত কেউ চায় দেখতে সময় কালে
দেরাজ খোলা কি এতই মুখের কথা ?
খাল কেটে যারা কুমির আনবে ডেকে
সূর্যে বোলাবে হাঁসের নরম পালক ,
সব দায়টুকু তাদের ঘাড়েই থাক ,
তারাই হোক না , ভিন্ন গ্রহের চালক !
আমি ততখন টিভিটা চালিয়ে বসি ,
দেখে নিই দুটো ছাইপাঁশ সিরিয়াল ।
মাঝে মাঝে কিছু নিউজ চ্যানেলে ঘুরে
ব্রেকিং নিউজে জেনে নিই হালচাল ।
আহাম্মক গুলো ধর্ণা মঞ্চে থাক ,
মিটিং , মিছিল , অনশনে থাক শুয়ে ।
আমরা তো আর অতটা ভোকাল নই !
আমাদের কাটে ঝোলে ঝালে অম্বলে ।
প্রতিবাদ করা আমাদের সাজে নাতো
শান্তির নীড়ে পরিপাটি বেশ আছি ।
কখনো কখনো দেরাজটুকুকে খুলে
শিরদাঁড়াটাকে ধুয়ে মুছে তুলে রাখি ।
- মহুয়া বিশ্বাস