তোমার কাছে
শুনছি নাকি বৃষ্টি নামার খবর আছে ?
যাদের বুকে দুএক টুকরো আগুন আছে
এই অসময় তারাও নাকি শর্তে বাঁচে !

সবাই জানে
যে বৃদ্ধটি ঘাম ঝরিয়ে রিক্সা টানে !
দিনের আলোয় তার ঘরেতে আঁধার নামে ।
জীবন কথার  তার কাছে এক অন্য মানে ।

তুমি আমি
সাবধানে খুব হিসেব করেই জলে নামি ।
কিনতে চাওয়া স্বপ্নরা যে ভীষণ দামী !
জীবন তবু হঠাৎ দেখি বিপথগামী ।

তাই কোরাস গানে
নচিকেতা যতই বোঝাক জীবন মানে ,
মৃত্যু মুখে দাঁড়িয়ে থাকা মানুষ জানে ,
আর দু-দন্ড বাঁচতে চাওয়ার আসল মানে ।

- মহুয়া