তোমার মুখের সরলতাখানি হারালে
এসোনা সামনে , সরে যাও দূরে আড়ালে ।
মনের কোমল অনুভূতিটুকু রাখা থাক
আঘাতের হাতে ভালোবাসাটুকু বাঁধা থাক ।
স্বার্থপরেরা বিসমিল্লার সুর ধরে
স্বপ্ন দেখুক আকাশকুসুম খুব ভোরে ।
নিজেদের মুখ খুঁজে পাক যত মুখোশেরা
ভালোবেসে হোক আবার সকলে দিশেহারা ।
পৃথিবী আবার দূষণ মুক্ত শ্বাস নিক
তোমার মুখের সরলতাটুকু থাক ঠিক ।
- মহুয়া বিশ্বাস