নদীর বুকের খবর রাখে আর এক নদী
আর সবই তো গল্প খোঁজার ফিকির খোঁজে ,
যেসব আঘাত লুকিয়ে ছিলো অথই জলে
ডুবতে ডুবতে সেসব কথা কেই বা বোঝে ।

নোনতা জল বাড়ছে গোটা শহর জুড়ে
হাওয়াটা তো বরাবরের ভবঘুরে !
না জানিয়েই হঠাৎ কোথায় উধাও হলো ,
কি আসে যায় কার কতটা কষ্ট হলো !

পাহাড় জানতো নদীর সবটা উচ্ছলতা  
বুক চিরে সে নদীর জন্য পথ বানাতো ।
দর্প ভরে চলতো নদী খরস্রোতায় ,
পাথর বুকে পাগলামো তার খুব মানাতো ।

যে ছেলেটা উদাস মনে ঢেউ গুনতো
তার কাছে তো খবর ছিলো আদ্যোপান্ত !
সেই জানতো হাওয়ার গোপন শর্তগুলি ,
নদীর বুকে তলিয়ে যাওয়া শহরতলি ।

সেসব কথা রূপকথারা জানতো যদি ...!!
সমুদ্দুরে  হারিয়ে গেছে হাজার নদী ।

- মহুয়া বিশ্বাস