বিকেলের রোদ্দুরটাকে
ধরে রাখবার কি ব্যর্থ প্রচেষ্টা
ঐ গাছটার !
মৃদু হাওয়ার ছাঁট
তাকে ভাসিয়ে নিয়ে যায় নিমেষে ,
গাঢ় অন্ধকার নেমে আসে পাতায় পাতায় ৷
এ রকমই হয় । কে কাকে প্রতিশ্রুতি দেয়
চিরকাল থাকবার !
অভিমানও মুছে যায় ।
তারপর কোনো এক নির্জন দুপুরে
শালিখের জুটির সাথে কথা বলে মন ।
বুকে করে বয়ে আনা দুপুরের চিঠি
বড়ো ভুলে বেড়ে ওঠা এই নখ ,
অবিন্যস্ত চুল
আর একবার ধুয়ে যায় কান্নার কাজলে ।
এ রকমই হয় । কে কাকে প্রতিশ্রুতি দেয়
চিরকাল থাকবার  !

- মহুয়া বিশ্বাস