আমি কি বলেছি কোথাও যেওনা
আমাকেই থাকো ঘিরে !
প্রতিটি জীবনে ঘুরে ফিরে সেই
আমাকেই পাও ফিরে !
এখনই যাওনা যেখানে নদীরা
ভেঙেছে নিজের পাড় ।
পাহাড় ডিঙিয়ে দেখে এসো তার
বানভাসি সংসার ।
দেখে এসো ওই মেঘেদের বুকে
গর্ত রয়েছে কত ।
এত যে কান্না তবুও আকাশ
রয়েছে নিজেরই মতো ।
প্রদীপের বুকে দেখোনি কি তুমি
পোড়া দাগখানি কালো ?
তবুও সে জ্বলে তিলে তিলে আর
ভালোবেসে দেয় আলো ।
তাই বলছি কি , পাবেনা শান্তি
যেখানেই তুমি যাও ৷
আজ যা লাগছে নতুন
কাল পুরোনো লাগবে তাও ।