উলুবনে যত ছড়ানো মুক্ত ছিলো
একে একে সব কুড়িয়ে নিয়েছি হাতে ,
খাল কেটে যত কুমির আনানো ছিলো
দিয়েছি নোটিশ , ছেড়ে চলে যায় যাতে ।
শূণ্য গোয়ালে দুষ্টু গরুর ভীড়
তবু সয়ে গেছি , উপায় না কিছু পেয়ে ।
বদলের যুগে প্রবাদও বদলে যাক
নাই মামা ভালো , কানা মামাদের চেয়ে ।
- মহুয়া বিশ্বাস