সম্মানে কোনো আঘাত কোরোনা
সম্মান আমি বেচি না ।
একটু সুযোগ বেশী পাবো বলে
ওটা গচ্ছিত রাখি না ।
হতেই পারে অনেকে তোমার
জুতো দেয় ধুয়ে মুছে ।
টেবিল মোছে , চেয়ার সাজায়
কথা বলে মন বুঝে ।
তোমার কৃপা দৃষ্টির লোভে
সবেতেই " ঠিক ঠিক " ।
তুমি যদি বলো দুচার লাইন
ওরা বলে শতাধিক ।
কখনো চিড়েটা কখনো মুড়িটা
ছেটানো টুকরো কণা ।
সেটুকুরই লোভে আজীবন ওরা
গুটিয়ে রেখেছে ফণা ।
একবার শুধু নেমে এসো তুমি
নেমে এসো একাসনে ।
পায়ের তলায় পিষে দেবে তারা
রেখেছিলো যারা মনে ।
- মহুয়া বিশ্বাস