আজকের কিশোরেরা বাস্তব চেনে
মন তবু ভালোবাসা ছাড়তে পারেনা ।
দুচোখ স্বপ্ন দেখে তোমাকেই ঘিরে
সত্যি হবেনা জেনে এগোতে পারেনা ।
যেসব কিশোর মন তোমাকে খোঁজেনি
জীবন কিনেছে দিয়ে জীবনের দামে ,
খোঁজ নিয়ে দেখো তার বইখাতা ঘেঁটে
মৃত মন রাখা আছে নীলসাদা খামে ।
যাদের বয়স বাড়ে বয়সের ভারে
অঙ্কটা যারা আজও মেলাতে পারেনি ,
স্বপ্নে এখনো যারা তোমাকেই খোঁজে
ভুলের মাশুল তাকে আজও ছাড়েনি ।
এখন কিশোর মন অদ্ভুত ভারি
কি যে চায় ঠিকমতো বুঝতে পারেনা ।
প্রতিদিন হেরে যায় সময়ের কাছে । তবু জীবনকে বাজি রাখা ছাড়তে পারেনা ।
- মহুয়া বিশ্বাস