নেই কারো আজ মুখোশ খোলার ভয়
সবার মুখেই রঙিন মুখোশ আঁটা ।
সেসব মানুষ কবেই গেছে চলে
সমাজ যাদের বলতো দু'কান কাটা ।

আগেকার দিনে মুখোশ ছিলো যাদের
লুকিয়ে চুরিয়ে রাখতো দুয়ার এঁটে ।
জানলেই লোকে এড়িয়ে চলতো তাদের
মুখোশধারীর তকমাই দিতো সেঁটে ।

এখন মুখোশ  ফ্যাসান বটে এক
সবার কাছেই দু-এক খানা আছে ।
কারোর ভালো , কারোর তেমন নয়
কারোর আবার সেরা সবার কাছে ।

লড়াই এখন মুখোশে মুখোশে হয়
মুখোশ করে মুখোশেরে গালমন্দ ।
যার মুখোশটা তেমন ভালো নয়
ভালোর সঙ্গে তার বরাবর দ্বন্দ্ব ।

সেরা মুখোশেরে কমতিরা করে ঈর্ষা
দল বেঁধে তার নিন্দায় ওঠে মেতে ।
নিজেদের ভাবে ধোয়া তুলসীর পাতা
সুবিধা যা কিছু সেরারাই যেন জেতে ।

মনের গভীরে ইচ্ছে তো থাকে তারও
গোপনে গোপনে শখ জাগে তারও মনে ,  
সেও একদিন  হয়ে যাবে সেরা অ্যাক্টর
পারবেই সেও ধোঁকা দিতে জনে জনে ।

কিন্তু সময়  যতই গড়িয়ে যায়
সকলেই বোঝে , ভুল হয়ে গেছে ভারি ।
অভিনয় ?  সেতো মঞ্চেই লাগে ভালো  
নিজের জীবনে ক'জনই বা সেটা পারি ?

ভুগছে তারাই মন খারাপের রোগে
মুখোশ যাদের স্বভাবসিদ্ধ নয় ।
মুখোশ ?  সেতো মুখই কেবল ঢাকে  ।
মনের তাতে ভীষণ কষ্ট হয় ।

-  মহুয়া বিশ্বাস