ছলনায় মোড়া মুখগুলো সারি সারি ,
একে অপরের হাতেতে রেখেছে হাত ।
বুকে জড়িয়েও ছলনা করছে তারা ।
দেখি আর ভাবি ,
কেয়া বাত্  কেয়া বাত্ ।

মনে মনে তারা ঈশ্বরে দেয় ধোঁকা ।
দীপ ধূপ জ্বেলে একই টেকনিকে চলে ।
মিছে ভাব  মিছে ভক্তি দেখিয়ে এরা ,
এটা সেটা চায় ,
চাটুকারিতার ছলে ।

ভাবে এইভাবে চলে যাবে দিন বুঝি ।
ছক্  ছকে আর ছলনাতে বাজি মাত্ ।
দম আটকিয়ে সত্য মরছে দেখে ,
সোৎসাহে বলি ,
কেয়া বাত্   কেয়া বাত্ ।

- মহুয়া বিশ্বাস