জীবনের অসময়ে কেন এলে তুমি ?
এত অসময়ে !!
তোমাকে উপেক্ষা নয় , জানি তুমি আসতেই
তোমাকে যে আসতেই হবে ।
তবে বড়ো অসময়
বলা নেই , কওয়া নেই
কিছুই গোছানো নেই ,
ইচ্ছেটা এভাবে ছিলোনা ।
কথা ছিলো তার সাথে জীবন কাটাবো ,
তার সাথে দুখী হবো সুখী হবো
তাকে নিয়ে একসাথে একা হবো ।
পুরোনো স্মৃতির পাতা খুলে
অতীতের গল্প হবো ,
ফিরে যাবো পঁচিশে ছাব্বিশে ।
তোমাকে উপেক্ষা নয় , জানি তুমি আসবেই
আমাকে যেতেই হবে জানি ।
শুধু বড়ে অসময়
বড়ো অসময়ে মৃত্যু তুমি এলে
তোমাকে কোথায় এখন বসতে বলি !!!
- মহুয়া বিশ্বাস