যায় না কিছুই গোপন রাখা ,
যতই চতুর হও ।
যতই মুখে মিষ্ট বুলি , শিষ্ট আচার
ধর্ম কথা কও ।
তার ঘরেতে ছল চলেনা, কল চলেনা
তেল চলেনা কোনো ।
ধূপ দীপ আর ফলের পাহাড়
ছাপ ফেলেনা কোনো ।
হিসেব তোমায় দিতেই হবে ,
এইখানেতে বসে ।
চাকা ভীষণ ঘুরছে জোরে ,
শেষের দিকে এসে ।
কার চোখে জল ঝরিয়েছিলে ,
বিনীদ্র রাত কাকে ?
ফেরত পাবে সবই , যেদিন
বিচারে ডাক পাবে ।
- মহুয়া বিশ্বাস