তোমার হৃদয় লুকিয়ে রেখে সংগোপনে
কি মজা পাও , তুমিই জানো মনে মনে ।
যতই আমি চেষ্টা করি খুঁজতে তারে
ততই তুমি সরতে থাকো অনেক দূরে ।

আসমানী রঙ তোমার প্রিয় যেই ভেবেছি
সেই রঙেতে যেই না আমি সাজতে গেছি ,
অমনি তুমি আনলে সাদা দুহাত ভরে
বুঝিয়ে দিলে এখনো তুমি অনেক দূরে ।

যখন ভাবি এবার বুঝি কমলো ব্যাথা
আজকে তুমি যেচেই বললে অনেক কথা ।
হাসি যেন বলছে তোমার অন্য কিছু
অমনি দেখি ছুটছি শুধু ভুলের পিছু ।

দুদিন যেতেই আমায় যেন চেনোনা আর
তোমার আমার মাঝে শুধুই গহন আঁধার ।
পলক বিহীন তাকিয়ে থাকি তোমার মুখে
কিছুই কিগো বাজেনা ওই পাষাণ বুকে ?

কোথায় পেলে এমন কঠিন হৃদয় খানি ?
তোমার কাছে পৌঁছতে এই অভিমানী
বুঝেই গেছে ...
তোমার জন্য হাঁটতে হবে অনেক খানি ।

- মহুয়া বিশ্বাস