সময় পেরিয়ে যাবে সময়ের ফাঁকে ।
অজানা স্রোতের টানে ঘুরে ঘুরে
তট থেকে তটে ,
একদিন বুড়ো হবো ।
ফাঁকা ঘরে , শূণ্য বিছানা জুড়ে
শুয়ে রবো ।
জানলার ফাঁক দিয়ে দেখবো আকাশ ।
অলস আঙুল তুলে
তোবড়ানো গাল থেকে সাদা চুল
সরাবো কখনো ।
মুঠো ফোন পড়ে রবে দূরে ।
ভাতের থালার পাশে ভুলে যাওয়া
ওষুধের খাম
পড়ে রবে ।
দেরাজে শাড়ির স্তূপ ,
কোল্ড ক্রিম , আয়নায় টিপ
পড়ে রবে ।
আঁধার নামবে ধীরে । ব্যস্ত পৃথিবী তার
আহ্নিক গতি সেরে
ঘরে ফিরে যাবে ।
পৃথিবীর সব পাখি ঘরে ফিরে
নিজেদের ক্লান্ত ডানায় দেবে সুখ ।
আমার শূণ্য ঘরে ,
আমি আর নির্বাক কথারা মিলে
মনে মনে দেবো গোল্লাছুট ।