স্বপ্নগুলো দুচোখ জুড়ে
দিব্যি আছে খোশমেজাজে ।
বাইরে তাদের বার করিনা
বাইরে সবই ভীষণ বাজে ।
তোমার দেওয়া গাছগুলোতে
ফুল ধরেছে হরেক রকম ।
সবাই দেখে ঈর্ষা করে ,
নিন্দা করে হাজার রকম ।
ধার ধারিনা আমায় কারা
দুঃখ কিম্বা আঘাত দিলো ।
তোমার দেওয়া সুখের পাল্লা
ভীষণ রকম ভারী ছিলো ।
আমার আকাশ নিত্য সাজাই
তোমার দেওয়া টুকরো মেঘে ।
দমকা হাওয়ায় ওড়াই তাদের ,
বৃষ্টি নামাই বজ্র দেগে ।
এই জীবনের পরেও যদি
জীবন জোটে একটু অন্য ।
তোমার মতো দামাল হবো
তোমার মতোই ভীষণ বন্য ।
- মহুয়া বিশ্বাস