বুকের ভেতরে বর্ষা নামলে জানিও
জ্বর আসে যদি প্যারাসিটামল আনিও
চেষ্টা থাকুক সারবার ।
তোমার তো জানি হাত ধরবার ধাত নেই
রাখবার মতো ভরসার কোনো কাঁধ নেই
একাই হেঁটেছো বারবার ।
বরাবর তুমি মন যা চেয়েছে করেছো
ভালো না লাগলে গাণিতিক মাপে সরেছো
দাঁড়াওনি কারো জন্য ।
প্রদীপের বুকে জ্বলে গিয়েছিলো সলতে
একবার যদি "থেকে যাও" টুকু বলতে
গল্পটা হতো অন্য ।
- মহুয়া বিশ্বাস