ও মন , তুই পলাশ ভালোবাসিস ?
পলাশের ওই টুকটুকে লাল রঙ
ঠিক যেন তোর হৃদয়খানির মতো ।
উদ্ধত ওই পলাশ কুঁড়ির বুকে
লুকিয়ে নাকি গভীর কোনো ক্ষত ?
ও মন , তুই রৌদ্র ভালোবাসিস ?
তাইকি রোদে ভিজিস রে তুই এতো ?
আগুন বুকে সূর্য যেমন জ্বলে
তার জ্বলা কি তোর জ্বলারই মতো ?
ও মন , তুই ঝরনা ভালোবাসিস ?
পাথর বুকে আছড়ে পড়ে যেমন
ঝরনা ছোটে নদীর তীব্র টানে !
তোর চোখে যে বইছে জলে ধারা
তারও কি ঠিক এমনিতরো মানে ?
ও মন , তুই আগুন ভালোবাসিস ?
আগুনের ওই সর্বনাশা রূপ
মুগ্ধ করে , মুগ্ধ করে তোকে ?
কিন্তু আগুন পুড়িয়ে করে খাক্
জেনেও তবু তুই তো তাকেই চাস ।
ও মন , তোকে বোঝাই কেমন করে ?
দুঃখ মাঝেই তোর যা কিছু সুখ ।
নদী যেমন নিজের ভাঙে পাড় ,
তেমনি করে ভাঙিস নিজের বুক ।
ভালোবাসে যা কিছু তোর মন ,
আঁকড়ে ধরিস যাকেই ভালোবেসে ,
দু -হাত ভরে শূন্যতা হয় জমা
আনন্দ তোর নিজের সর্বনাশে ।
ও মন , তোকে বোঝাই কেমন করে ?
কেমন করে ঘোচাই মিথ্যে আশা ?
কেমন করে বলবো ' ফিরে আয় '
ও মন , " বড়ো কঠিন ভালোবাসা "।
- মহুয়া বিশ্বাস