দোষের মধ্যে ভীষণ রকম
ভালোবেসে ফেলি ।
এক দুদিনের আলাপ হতেই
উড়ান ডানা মেলি ।
হাওয়ায় ভাসি , ভালোবাসি
মেঘে ভেজাই ডানা ।
কেমন করে বুঝবো বলো
ফেরত চাইতে মানা !
বোকা মনটা অবুঝ বড়ো
ভালোবাসাই চায় ।
অদ্ভুত এই আবদারে সব
ভীষণই ভয় পায় ।
বলছে তারা মিশছো মেশো
হাসছো মজা করো ।
বোকার মতো ভালোবাসার
বায়না কেনো ধরো !
আমরা সবাই চেনা জানা
আত্মীয় কেউ নই ।
পাশাপাশি থাকার ছলে
হেসেই কথা কই ।
এর মধ্যে ভালোবাসা
আনছো কেন টেনে !
মিশতে যদি হয় তাহলে
মেশো নিয়ম মেনে ।
তাইতো ডানা গুটিয়ে এখন
বসেছি চুপ করে ।
চেনা মানুষ দেখতে কেমন
দেখছি দুচোখ ভরে ।
- মহুয়া বিশ্বাস