তুমি বলেছিলে প্রেম যদি নাই টেকে ,
লিখে রেখো কোনো পাথরে আমার নাম ।
একদিন যাবো একসাথে সেইখানে ,
সংসারে যবে থাকবেনা কোনো দাম ।
তুমি বোলো যত না বলা ব্যথার কথা ।
জড়াবো আঁচলে যতটা জড়াতে পারি ।
আমিও বলবো কতটুকু হলো পাওয়া ।
কতটা পাইনি গল্প বলবো তারই ।
তুমি আর আমি এসেছি আজকে আবার ,
কথা ছিলো ঠিক একদিন হবে দেখা ।
আমরা দুজনে যেন দুটো মহাযুগ
পেরিয়ে এসেছি হাঁটতে হাঁটতে একা ।
কাঁচাপাকা চুলে তোমাকে লাগছে বেশ ।
আমারও শাড়িতে দায়সারা পরিপাটি ।
তোমার আঙুলে জ্বলন্ত সিগারেট ।
ত্রস্ত দু পায়ে থেমে গেছে হাঁটাহাঁটি ।
কত যুগ পরে আমাদের এই দেখা ।
অথচ চাইছি শুনতে ব্যথার গান ।
"তুমি ভালো থেকো" চেয়েছি যেমন রোজ !
সঙ্গে চেয়েছি জমে থাক অভিমান ।
- মহুয়া বিশ্বাস