মনকে দিও লাগাম কষে ,
মনের কথায় চলতে নেই ।
নিজের বুকের গোপন ক্ষত ,
কারোর কাছে বলতে নেই ।
চারিদিকে উড়ছে মাছি ,
ক্ষতোয় তাদের বড্ড লোভ ।
হালকা করে বসবে মনে ,
করবে তোমার দুঃখ ভোগ ।
তোমার ক্ষতর প্রলেপ হতে ,
এগিয়ে আসবে অনেক হাত ।
সুযোগ পেলেই তোমায় দেবে ,
দু চোখ জোড়া নিঝুম রাত ।
চাইবে তোমার গোপন সঙ্গ ,
লেলিয়ে দেবে লোলুপ জিভ ।
সস্তা তুমি তাদের কাছে ,
কারন তুমি ডিফেক্টিভ ।
- মহুয়া বিশ্বাস