অভিধানে হাতড়ে ফিরে
খুঁজছো কিসের মানে ?
বদলে যাবে বড়ো হতেই
বন্ধু কথার মানে ।

ছোট্ট বেলা যেসব কথায়
জ্বলতো বুকে আগুন ,
দুচোখ ছেপে জল আসতো
নষ্ট হতো ফাগুন ,

সেসব এখন শুধুই কথা ,
দেয়না মনে দোলা ।
ছোট্ট বেলার ছবির মতোই
ঝাপসাটে আর ঘোলা ।

ছোট্ট বেলায় বন্ধু ছিলো
সহোদরার মতো ।
মাকেও যেটা যায়নি বলা
তাকে বলা যেতো ।

বন্ধু হতো কারন ছাড়াই
কারন ছাড়াই বাঁধন ।
বন্ধু যদি কাঁদতো তবে
দুচোখ জুড়ে কাঁদন  ।

এখন বন্ধু শুধুই শব্দ ,
সবার ক্ষেত্রে চলে ।
যার সাথে রোজ ওঠা-বসা ,
বন্ধু তারেই বলে ।

সেইখানে নেই ভালোবাসা ,
হৃদয় জানা জানি ।
কখনো সময় , কখনো সুযোগ ,
সুবিধা একটু খানি ,
হচ্ছে এসব আদান প্রদান
বন্ধু নামের আড়ে ।
কিন্তু যদি স্বার্থে কারো
একটুও টান পড়ে ,
বন্ধু নামক শব্দখানি
মহূর্তেকের তরে ...
পড়বে খসে ।
দেখবে হঠাৎ , বন্ধু বলতে যারে !
সামনে তোমার দাঁড়িয়ে সে জন ,
.......
শত্রু বলে তারে ।

- মহুয়া বিশ্বাস