তোমার বাড়ির খুশির খবর , তোমার সফলতা
এমন ভাবে বলছো যেন , শোনাচ্ছ রূপকথা ।
জনে জনে বলছো ডেকে , বলছো এরে তারে
বলছো মুখে , " ভাগ করলে , আনন্দটা বাড়ে । "
কিন্তু তুমি ভালোই জানো , বলছো তুমি যারে
সে কিন্তু ভেতর ভেতর , জ্বলছে হাড়ে হাড়ে ।
আসল কথা ভাগেতে নয় , ভোগেই সবার সুখ
ভাগের নামে তাইতো মোরা লোকের বাড়াই দুখ ।
তোমার খুশির খবর শুনে জ্বলছে মনে তারা
সেটা বুঝেই তোমার মনে চড়ছে সুখের পারা ।
তুমি কিন্তু ভাগের নামে , ভোগ করছো আরও
কারো মনের ব্যর্থতা আর , দীর্ঘশ্বাস কারও ।
- মহুয়া বিশ্বাস