বৃষ্টি নেমেছিলো ... প্রবল বেগে ,
ঝড়ে নয় , অঝোরে ।
জানলার বন্ধ শার্সিকে অতিক্রম করে
অবাধ্য কিছু বৃষ্টির গুঁড়ো -
ঢুকে পড়ছিলো ভেতরে ।
টেবিলের ওপরে রাখা ফুলদানিতে
বুগেনভালিয়ার পাতাগুলো ,
ভিজছিলো নিঃশব্দে ।
চেতনার অবিশ্রান্ত বর্ষনে ,
নিঃসঙ্গ ঘরে ,
ভিজছিলাম আমি ।
মনের আকাশ জুড়ে অভিমানী মেঘ ,
ভিনদেশী হাওয়ার মোড়কে উড়ে উড়ে
এসে , অকারনে খুলে দেয় বৃষ্টির ঝরোখা ।
কাকভেজা স্মৃতিগুলো বাক্সবন্দী করে ,
আর একবার দৃপ্তকন্ঠে উচ্চারণ করি --
" ভালো আছি । "
ভালো থাকতে দায়বদ্ধ , তাই ভালো আছি ।
নইলে কথার খেলাপ করা হবে ।
- মহুয়া বিশ্বাস