একদিন ঠিক তোমার মতোই হবো
হিসেব গুলোকে বেহিসাবে দেবো গুলিয়ে ।
তোমার বুকের বামদিক ঘেঁষা এলাকায়
দেখে নিও খুব সহজেই যাব কুলিয়ে ।
একদিন ঠিক ধুম জ্বর ডেকে নেবো
ছোঁয়াচ লাগাবো তোমার বুকেও অল্প ।
বৃষ্টিতে ভিজে মহাকাশে যাবো হারিয়ে
লিখে যাবো কোনো অন্য প্রেমের গল্প ।
- মহুয়া বিশ্বাস