শ্যাওলা ধরানো ঘাটের কিনারে
গল্পেরা জমা হলে ,
আমার হাতেতে হাত রেখে তুমি বোসো ।
ঝিনুকের বুকে জমানো মুক্ত
টুপ করে ঝরে গেলে ,
অবসর মতো আমাকেই ভালোবেসো ।
বহু পথ হেঁটে ক্লান্ত তোমার পা ,
তুলে রেখো তুমি জল শালুকের পাতায় ।
বহু অযত্নে জড়ানো তোমার চুল ,
ঢেকে যাক কোনো মেঘ বালিকার ছাতায় ।
বিষাদ বৃষ্টি নেমে আসে যদি
সন্ধ্যা নামার আগে ,
গেয়ে উঠো তুমি ফেলে আসা কোনো গান ।
ঘাটের কিনারে জমা গল্পেরা
একে একে মুখ তুলে ,
মুছে নিক যার যত আছে অভিমান ।
- মহুয়া বিশ্বাস