বৃষ্টিতে ভিজে ভেজা চোখ যদি লুকোলে ,
ঘরে ফিরো তবে ভেজা শাড়িখানি শুকোলে ।
কতদিন আর জলে ধুয়ে নেবে দুঃখ ?
যত ভেজা তুমি তত পরিবেশ রুক্ষ ।
নষ্ট কোরোনা চোখ থেকে ঝরে পড়া জল ,
জলবিদ্যুতে জ্বলে ওঠো ফুঁড়ে রসাতল ।
নিজেকে বানাও এতটাই তুমি যোগ্য ,
রাবনেরা যেন তোমাকে না ভাবে ভোগ্য ।
অশোক কাননে নষ্ট না হয় কারো ফাগুন ,
রাধা মীরা সীতা কোনোটাই নয় , হও আগুন ।
- মহুয়া বিশ্বাস