তোমার কথা মনে হলে এখনো অন্তরটা হু হু করে ওঠে।
কি ভালটাই না বাসতাম!

না বলেও শত কথা বলে দেওয়া সেই মোহময় নেত্র যুগল,
যেদিকে চাইলে
আজও ভোলা যায় শত ব্যথা, ক্লান্তি, ক্লেশ।
তবে কি এখনো..........
কি ভালোটাই না বাসতাম!

বিনা পথ্যে হৃদয় শীতল করা অধর নিঃসৃত সেই হাসি,
যা আগলে রাখতে
নিঃশব্দে মেনে নেয়া যায় শত অবহেলা, শত ভৎসনা।
শত স্বজনের ভালো ছেলেটাও হতে পারি বেয়াড়া।
কি ভালোটাই না বাসতাম!

একটি পলক দেখতে, চলার পথে অকারণ দাঁড়ানো।
শত ব্যস্ততার মাঝেও সময় অপচয়।
কিন্তু সেই মুহূর্তগুলো শত মাস, বছর এমনকি যুগের চেয়েও শ্রেষ্ঠ।
তাইতো, কি ভালোটাই না বাসতাম!