এই সেই দেশ
আমার প্রাণের প্রিয় দেশ,
যাকে আমি ভালোবাসি।
ভালবাসি মন প্রাণ দিয়ে।
আলো আঁধারের খেলা,
যেখানে চলে সারা বেলা।
সারাক্ষণ আমি দেখি,
দেখি চোখ মেলে,
হ্যাঁ আমি এই বাংলাদেশের‌ই ছেলে।

ঘন বেত ঝাঁড়, ঘন বাঁশ ঝাঁড়,
যেখানে বাতাসেরা হেলে দুলে পড়ে।
চারিদিকে সবুজ রুপের ছায়া,
যেন এক রূপসী কন্যার মায়া।
তারি মাঝে এক ফালি রোদ,
যেন কেড়ে নেয় মনের সকল বোধ।

মনে হয়, জীবনে কি করে ছাড়বো
কি করে ছাড়বো এই প্রিয় বাংলাদেশ?
না, ছাড়বো না এই বাংলাদেশ
মিশে যাবো মায়ের মাটিতে।

বয়ে চলেছে নদী মনোরম এক পরিবেশ,
বাংলার কোথাও নেই এই রূপের শেষ।
জীবনটা যেন মোর ধন্য।
যেন ধন্য এই বাংলা মায়ের জন্য।

চারিদিকে যেন আবেগ উপচানো প্রাণ,
কোনদিন যেন এর নেই অবসান।
প্রার্থনা করি হে প্রভু,
শেষ হয় না যেন তা কভু।
যে দেশের রূপের নেই শেষ,
এ যে আমার সোনার সেই দেশ।

আমার‌ই এই বাংলাদেশ।
যাকে আমি ভালোবাসি,
ভালবাসি মন প্রাণ দিয়ে।