প্রিয়া তুমি আমার,
আর আমি যে তোমার।
তুমি শুধু আমারই জন্য,
তোমায় পেলে হবো আমি ধন্য।
থাকতে শুধু চাই আমি তোমারই সাথে।
তখন তোমার ওই হাত দুটো
থাকবে আমারই হাতে।
গল্প করে কাটাবো মোরা
সুখেরই সারা রাত,
দুজন দুজনার হাতে রেখে হাত।
তোমায় পেলে হবো আমি,
সবচাইতে সুখী।
আবার তোমায় না পেলেই,
সবচেয়ে হবো দুখী।
সাথী করে তোমায় পাবো,
তাইতো আমি ভাবি।
রবের কাছে আমার শুধু,
এই একটাই দাবি।