কুয়াশা ঢাকা শীতের রাতে,
করতে দেখা তোমার সথে,
চাদোঁর ঢাকা শরীর নিয়ে,
হেটেছি বহুদূর।
পাওয়ার ছিলনা বেশি কিছু,
পিছু টেনেছে অনেক কিছু।
শুধু তোমায় দেখবো বলে,
গিয়েছি সেই সুদূর।
বলেছি হাতে অনেক কাজ,
বলেছ আসতে হবেই আজ।
চলেছি আমি সে পথেই গো,
গিয়েছি সেই সুদূর।
দেখেছি গিয়ে বদন তোমার,
কষ্টগুলোর হয়েছে যে হার।
বলেছো ভালোবাসো আমায়,
করুণ তোমার সুর।
ভালোবাসো আমায় তুমি,
এটাই যেন সবচেয়ে দামী,
শুনে তোমার মিষ্টি কথা,
হয়েছে কষ্ট দূর।