প্রিয়া তুমি ল্যাংড়া
আরো চোখ দুটো ট্যারা,
দেখলে তোমায় তাকিয়ে থাকে
রাস্তা ঘাটের ন্যাড়া।
কটা রঙের চুল নিয়ে
রাস্তায় রাস্তায় ঘোরো,
মাঝে মাঝে নেড়ির মতো
চুলে ঝাকি মারো।
মাঝে মাঝে ঠোঁটে তুমি
না জানি কি মারো,
ওইটা মারা ঠোঁট দেখিয়ে
খাটাসের মন কাড়ো।
কাকের মত কন্ঠ তোমার
বকের মতন গলা,
খেয়ে খেয়ে হয়েছ যেন
আখের গুড়ের কোলা।