প্রিয়া তুমি অপরূপ
এবং খুবই সুন্দর,
তোমার জন্য পাগল আমি
এবং আমার অন্তর।
তোমায় যদি না পাই আমি,
মরে যাব একা।
বাঁচবো আমি সাথী হয়ে
দাও গো যদি দেখা।
তুমি আমার ময়না পাখি,
তুমি আমার টিয়া।
আমার বাসর সাজাবো আমি,
প্রিয়া তোমায় দিয়া।
এসো তুমি আমার ঘরে
এটাই আমি চাই,
প্রহর গুনে মরি আমি
দিন যেন না যায়।