আমি,
হয়তো খুব খারাপ এক জন!
হয়তো না বুঝেই অনেক কিছু করে ফেলি!
হয়তো কাউকে বুঝতেই পারিনা!
হয়তো অনেক কাজ অসময়ে করি!
হয়তো অনেক কিছুতে অমনোযোগী!
হয়তো ভালো মানুষের সাথে তাল
মেলাতে অপারগ!
হয়তো কারো কথাই শুনে চলিনা!
হয়তো কারো সুখ দুঃখের ভাগ
নিতে পারিনা!
হয়তো কারো সাথে ভালোভাবে কথাই
বলতে পারিনা!
হয়তো সফলতাই অর্জন করতে পারিনা!
হয়তো স্বার্থপর!
হয়তো স্নেহের অনুপোযোগী!
হয়তো ভালোবাসার অনুপোযোগী!
হয়তো সম্মানের অনুপোযোগী!
হয়তো স্বাভাবিকত্বের বাইরের
একটা ছেলে!
হয়তো হয়তো হয়তো হয়তো হয়তো!
হয়তো কোন কাজেরই না!