খেলা খেলা খেলা,
খেলা খেলা করেই আমার,
কাটতো সারা বেলা।
ভোরবেলাতেই কোচিং-এ যাই
এসেই করি খেলা,
ক্যারাম খেলেই কাটতো আমার
সারা সকাল বেলা।
দুপুরে তে বাড়ি এসে
খাওয়া দাওয়া সারি,
খেয়ে দেয়ে আবারো সেই
ক্যারামের হাত ধরি।
সকাল কাটে দুপুর কাটে
ক্যারাম খেলা করে,
মন ভরে না যেন আমার
ক্যারামের হাত ধরে।
বিকেলবেলা পেপার পড়ি
দেখি গায়ের খেলা,
ক্রিকেট খেলা দেখেই আমার
কাটে তখন বেলা।
সন্ধ্যা হলে আবারও যায়
ধরি আর এক হাত,
সেই খেলাতেই হয়ে যে যায়
অনেক বেশি রাত।
রাত্রিবেলা মায়ের মুখে
বকা শুনি রোজ,
পরের দিনই তবুও আমার
থাকে না কোন খোঁজ।
পরে একদিন পণ করলাম
খেলবো না আর ক্যারাম,
সেই পণই রক্ষা করতে
ছেড়ে এলাম গ্রাম।