ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা,
মানুষ মনের অবুঝ ভাষা, ভালোবাসা।
জীবন আমার আঁধার ছিল,
ভালোবাসার জ্বললো আলো।
প্রিয়া, তোমার দেখা পেয়ে।

তুমি, দেবে আমায় ভালোবাসো,
তোমার কাছে একটিই আশা।
তুমি আমার জীবন খাঁচার প্রেমের পাখি,
তোমায় দেখে জুড়ায় আমার মনের আখি।
আছি আমি সত্যি ওগো তোমার পথ চেয়ে।

তুমি আমার ভালোবাসার স্বপ্ন সাথী,
তুমি আমার চলার পথের তীক্ষ্ণ গতি,
তোমায় ছাড়া বলো আমি কেমন করে থাকি?
কবিতাটার শেষটা আমি এখানেতেই রাখি।