এমন কী হয় না বল
রংহীন এই পৃথিবী?
সবই সাদা কালো আর
কালো সাদা।
তাহলে হয়ত রং এর খেলায়
মাতত না এই পৃথিবী।
থাকত কী আর রং নিয়ে এত
অহঙ্কারের বালাই?
"ও কালো জাতিতে বড় অসভ্য
ছুসনে ছুসনে"
হয়ত বলত না কেউ আর।
থাকত না আর জাতের লড়াই
উঁচু নীচু ভেদ ,সব হত বিলীন।
হত একই ছাঁদ,একই মান।
হয়ত তাই রঙিন থেকে সাদা কালো
সত্যিই আজ অনন্য।